মানুষ সুস্থ অসুস্থ অসুখে থাকতেই পারে এটাই বাস্তবতা।তবে কেউ অসুখে আক্রান্ত হলে তার থেকে ভালো হওয়ার ও উপায় আছে। অনেক সময় এমন কিছু অসুখের দেখা দেয় মানুষের যে গুলো কোন ডাক্তারের ওষুধ দিয়ে ও ভালো হয় না।
সে-ই সমস্ত অসুখের জন্য মহান আল্লাহ পাক অনেক দোয়া রেখেছেন তা দিয়ে সহজেই অসুখ ভালো হয়ে যায়,অসুখ থেকে মুক্তি পাওয়া যায়।
সূচিপত্র: অসুখ ভালো হওয়ার দোয়া| অসুখ থেকে মুক্তির দোয়া
ইসলাম আমাদের জীবনকে অনেক সহজ ভাবে চলার দিকনির্দেশনা দেয় যদি আপনি আমি সেই ইসলামের পথে ঠিক মতো থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে অসুখ দেন আবার তা থেকে মুক্তি পাওয়ার উপায় ও দেন। এমন অনেক দোয়া আছে যার মাধ্যমে অসুখ থেকে মুক্তি লাভ করে। চলুন তাহলে আজকের আর্টিকেলটি তে আমরা জেনে নিই অসুখ ভালো হওয়ার দোয়া অসুখ থেকে মুক্তির দোয়া সম্পর্কে বিস্তারিত।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
অসুখ ভালো হওয়ার দোয়া
আল্লাহর তিনিটি রহমতের মধ্য একটি "সুস্থ্যতা"। "সুস্থতা" মহান আল্লাহর তালার নেয়ামত ।সে জন্য মানুষের উচিত নিজের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা "আল-হামদুলিল্লাহ" বলা।আর অসুখ ও আল্লাহ পাক এর অনুগ্রহ। খাটি মুমিনের অসুস্থ্যতার মাধ্যমে পাপ মোচন করা হয়। হজরত মুহাম্মাদ (সঃ) মানব জীবনের সব সমস্যার সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়ে। আমাদের কাজ শুধু তা অনুসরণ করা।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
আল-কোরআন এ এসেছে
"এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন"
এ আয়াতে তাফসীরে বলা হয়েছে,
অসুখ দূর করে সুস্থতা দানকারীও তিনিই। অর্থাৎ ঔষধের প্রভাব-প্রতিক্রিয়ায় রোগ দূর করার ক্ষমতা তাঁরই নির্দেশে। তাঁর নির্দেশ ছাড়া ঔষধ কোন কাজ দিবে না। রোগও আল্লাহর ইচ্ছা ও আদেশেই হয় এবং তিনিই আমাদের শিফা দান করেন। তাই অসুখ হলেই আমরা নারাজ না হয়ে বরং আল্লাহর কাছে দোয়া করবো।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
হাদিসের উপর আমল করা আমাদের সবার জন্য খুবই জরুরি। হাদিসে শরিফে এই সমস্ত অসুখবিসুখ এর সমাধান রয়েছে।আমাদের প্রিয় রাসুল (সাঃ) অসুস্থ ব্যক্তির পাশে বসতেন এবং তাদের জন্য দোয়া করতেন। আমাদের ও উচিত এই আদর্শ অনুসরণ করা।অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু দোয়া নিচে দেয়া হল।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
দোয়া নং:১
হজরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সঃ) বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে-
أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
উচ্চারণ : আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিম, আঁইয়্যাশফিয়াক’ ।
অর্থ:আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি।আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।
(মুসনাদে আহমাদ, তিরমজি, আবু দাউদ)
দোয়া নং:২
لَا بَأْسَ طُهُوْرٌ اِنْشَاءَ اللهُ
উচ্চারণ : লা- বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ।
অর্থ : ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইন শা আল্লাহ।
(বুখারি, মুসলিম)
দোয়া নং:৩
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন:
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ - وَاشْفِ اَنْتَ الشَّافِي لَا شِفَاءَ اِلَّا شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمًا
উচ্চারণ : আজহাবিল বা’সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-,লা শিফাআ ইল্লা- শিফা-উকা শিফা-আ লা ইউগাদিরু সাক্বমা।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
অর্থাৎ হে আল্লাহ! মানুষের প্রতিপালক! তুমি কষ্ট দূর কর এবং আরোগ্য দান কর। (যেহেতু) তুমি রোগ আরোগ্যকারী। তোমারই আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান। তুমি এমনভাবে রোগ নিরাময় কর, যেন তা রোগকে নির্মূল করে দেয়। (বুখারী ও মুসলিম)
দোয়া নং:৪
আবূ সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু "আনহু হতে বর্ণিত, জিবরীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন,হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ?" তিনি বললেন,হ্যাঁ জিবরীল তখন এই দো'আটি পড়লেন-
بِسْمِ الله أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللهِ أُرقِيكَ
উচ্চারণ -"বিসমিল্লা-হি আরক্বীকা, মিন কুল্লি শাইয়িন ইউ’যীকা, অমিন শার্রি কুল্লি নাফসিন আউ আইনি হা-সিদ, আল্লা-হু য়্যাশফীকা, বিসমিল্লা-হি আরক্বীকা।
অর্থ -আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি। (মুসলিম)
মহান আল্লাহ আমাদেরকে অসুস্থ ব্যক্তি দেখতে গিয়ে, তাদের জন্য হাদিসে বর্ণিত দোয়া গুলো পড়ে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার তাওফীক দান করুন। (আমীন)সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাতে আনুগত্য ও নাফরমানির কোনো সম্পর্ক নেই। নবী-রাসূলরাও অসুস্থ হয়েছেন। যারা ছিলেন সব মাখলুকের সেরা। রাসুলুল্লাহ (সা.) সব পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ। তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন। তাঁকেও অসুস্থতার কষ্ট বরদাশত করতে হয়েছে। এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তাঁর অসন্তুষ্টির দলিল। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ হতে পারে। মুমিনের জন্য তার গুনাহর কাফফারাও হতে পারে।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
নবীজি (সা.) বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরল-সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়।সব কিছুই তার গুনাহর কাফফারা হয়। (তিরমিজি, হাদিস : ৩০৩৮) অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়। অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ-কষ্টে ফেলেন। এতে করে ঘাবড়ে যাবেন না বরং এটাকে আল্লাহর রহমত ভাবুন। (বুখারি, হাদিস : ৫৬৪৫)
অসুখ থেকে মুক্তির দোয়া
اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বা’সি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফায়ান লা য়ুগাদিরু সুকমা।
অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী; আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
হাদিসে এসেছে, আনাস বিন মালিক (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়-ফুঁক করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৭৪২)
তবে ইসলামে আহার্য ও পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসূলুল্লাহ (সা.) পানপাত্রে নিঃশ্বাস ফেলতে ও তার মধ্যে ফুঁ দিতে নিষেধ করেছেন। (আবু দাউদ, হাদিস : ৩৬৮৬)
মধু ও কালোজিরা ইত্যাদি বিভিন্ন খাদ্য গ্রহণে উৎসাহিত করে রোগ প্রতিরোধ ব্যবস্থা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তার (মৌমাছির) উদর থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় (মধু), যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য।’ (সূরা : নাহল, আয়াত : ৬৯) আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন, ‘কালোজিরার মধ্যে মৃত্যু ছাড়া অন্য সব রোগের আরোগ্য রয়েছে।’ (বুখারি, হাদিস : ৫২৮৬)
আল্লাহ আমাদেরকে যেমন সুস্থ রাখেন, তেমনি রোগও দেন। আর এ থেকে পরিত্রাণ পেতে রোগ থেকে মুক্তির দোয়া ও শিখিয়ে দিয়েছেন।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
অনেক সময় পরীক্ষা নেয়ার জন্যও আল্লাহ আমদেরকে রোগ-ব্যাধি, বালামুসিবত দিয়ে থাকেন ;
যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই। আর বিপদে -আপদে আমরা আল্লাহকে কতটুকু মনে রাখি – সেটাও আল্লাহ দেখেন।(অসুখ ভালো হওয়ার দোয়া, অসুখ থেকে মুক্তির দোয়া)
আজকের মতো এতোটুকুই আবার আসব নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।
Post a Comment