স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম - স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ

প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আলোচনা করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এর তালিকা।অনেকেই আছেন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা সহ বিভিন্ন তথ্য জানতে চান তাদের সুবিধার্থে আরো আলোচনা করবো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা,স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা ইত্যাদি বিষয়গুলো।

তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ,স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর নাম ইত্যাদি বিষয়গুলো।

পোস্ট সূচিপত্রঃ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম মোঃ সাইফুল হাসান বাদল (সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ)। তিনি ০৪ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে কর্মকাল শুরু করেন। এ বিভাগে যোগদানের পূর্বে তিনি বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব মোঃ সাইফুল হাসান বাদল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার-এর ১৯৯৩ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা-তে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে প্রশাসন সার্ভিসে যাত্রা শুরু করেন।


পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং যোগাযোগ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবের একান্ত সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, স্বাস্থ্য সেবা বিভাগে যুগ্মসচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রকল্প পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা সঠিক ভাবে জানেন না তাদের সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা নিচে দেওয়া হলঃ


স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানাঃ Bangladesh Secretariat , PCH5+HF8, Abdul Gani Road, Dhaka 1000.

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা গুগল ম্যাপে দেখতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এর নাম হলো https://mefwd.gov.bd 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এ যেতে এখানে ক্লিক করুন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ

আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ দেখার জন্য প্রথমে আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার পর নোটিশ এ ক্লিক করতে হবে। কিন্তু আপনাদের সুবিধার্থে নিচে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ এর লিংক দেওয়া হল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ | স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা

আপনাদের সাথে এখন শেয়ার করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা গুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের  মাননীয় মন্ত্রীর দপ্তর, সচিবের দপ্তর, প্রশাসন অনুবিভাগ, উন্নয়ন অনুবিভাগ,  চিকিৎসা শিক্ষা অনুবিভাগ, জনসংখ্যা পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগ, ঠিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগ,  বাজেট অনুবিভাগ এ যেসকল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদের তালিকা নিচে দেওয়া হল।

মাননীয় মন্ত্রীর দপ্তরঃ

নামজনাব জাহিদ মালেক
পদবীমাননীয় মন্ত্রী
অফিসস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ইমেইলminister@mohfw.gov.bd

নামমোঃ রেয়াজুল হক (১৫৬৪৯)
পদবীমাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব)
অফিসস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ইমেইলpsminister@mohfw.gov.bd

নামমোঃ মাইদুল ইসলাম প্রধান 
পদবীতথ্য ও জনসংযোগ কর্মকর্তা
অফিসস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ইমেইলmklp007@gmail.com

সচিবের দপ্তরঃ 

নামমোঃ সাইফুল হাসান বাদল 
পদবীসচিব
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলsecretary@mefwd.gov.bd

নামনেওয়াজ হোসেন চৌধুরী 
পদবীসচিবের একান্ত সচিব(উপসচিব)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpssecretary@mefwd.gov.bd

প্রশাসন অনুবিভাগঃ 

নামমোঃ শাহ্‌ আলম (৫৭৫২)
পদবীঅতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadminwing@mefwd.gov.bd

নামআবু নূর মোঃ শামসুজ্জামান (৬৫৩৫)
পদবীযুগ্মসচিব (প্রশাসন অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadmin@mefwd.gov.bd

নামমোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী (৬৮৯৬)
পদবীযুগ্মসচিব (পার অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলper@mefwd.gov.bd

নামমো: আবদুল্লাহ হারুন (৬৬৯৩)
পদবীউপসচিব (প্রশাসন-২)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadmin2@mefwd.gov.bd

নামমল্লিকা খাতুন (১৫০৭৬)
পদবীউপসচিব(পার-১ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলper1@mefwd.gov.bd

নামমোহাম্মদ মোহসীন উদ্দিন (১৫৫৮৬)
পদবীউপসচিব (পার-২ শাখা )
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলper2@mefwd.gov.bd

নামনাসরিন পারভীন (১৫৭১৮)
পদবীউপসচিব (পার-৩)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলper3@mefwd.gov.bd

নামমোহাম্মদ রুহুল কুদ্দুস (১৫৭৮০)
পদবীউপসচিব (প্রশাসন-১ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadmin1@mefwd.gov.bd

নামরাহেলা রহমত উল্লাহ (১৬৪৫৯)
পদবীসিনিয়র সহকারী সচিব (প্রশাসন-৩ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadmin3@mefwd.gov.bd

নামফাহমীন খালেক নিপা (৪৪০১৩৬)
পদবীসহকারী পরিচালক (সংযুক্ত-প্রশাসন-২)
অফিসপরিবার পরিকল্পনা অধিদপ্তর, (সংযুক্ত- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ)
ইমেইলfknipa2013@gmail.com

নামমোঃ আব্দুল আলীম
পদবীপ্রোগ্রামার
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলprogrammer@mefwd.gov.bd

নামফারুক আহাম্মদ খান (১১৪২৮)
পদবীসহকারী সচিব (প্রশাসন-৩ শাখা ও কাউন্সিল অফিসার)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলadmin3@mefwd.gov.bd

নামআফরোজা সুলতানা
পদবীহিসাব রক্ষণ কর্মকর্তা (হিসাব শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলaccounts@mefwd.gov.bd

নামইসমত আরা কিবরিয়া
পদবীসহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলassttmainengr@mefwd.gov.bd

উন্নয়ন অনুবিভাগঃ 

নামমোঃ শাহাদাৎ হোসাইন (৫৪৫৯)
পদবীঅতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলhossain5459@yahoo.com


নামমোঃ আজম খান (৪২৩৭)
পদবীযুগ্মসচিব (ক্রয় ও সংগ্রহ অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলprocurement@mefwd.gov.bd


নামমোঃ আব্দুস সালাম খান (২০২৯৯)
পদবীযুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfw@mefwd.gov.bd


নামইশরাত জামান (৬৫৭৮)
পদবীযুগ্মসচিব (নির্মাণ ও মেরামত অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলrepair@mefwd.gov.bd


নামমোহাম্মদ আবু বকর সিদ্দিক (১৫৫৬৮)
পদবীউপসচিব(ক্রয় ও সংগ্রহ-১) অতিরিক্ত দায়িত্ব (ক্রয় ও সংগ্রহ-২)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলprocurement1@mefwd.gov.bd


নামমোহাম্মদ মফিজুল ইসলাম (১৫৮৫৩)
পদবীউপসচিব (মেরামত শাখা) (অতিরিক্ত দায়িত্ব নির্মাণ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলconstruction@mefwd.gov.bd


নামমোঃ রফিকুল ইসলাম (৭৯১৬)
পদবীউপসচিব (পক-১ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfw1@mefwd.gov.bd


নামকামরুন নাহার সুমি (২০৪৮৭)
পদবীউপসচিব (পক-৩)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfw3@mefwd.gov.bd


চিকিৎসা শিক্ষা অনুবিভাগঃ
 
নামনীতিশ চন্দ্র সরকার (৫৫০০)
পদবীঅতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) 
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ     
ইমেইলmewing@mefwd.gov.bd


নামমোঃ আহসান কবীর (৫৯৫৭)
পদবীযুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলme@mefwd.gov.bd


নামমোঃ সাইফুল ইসলাম (৬২৬৬)
পদবীযুগ্মসচিব( নার্সিং অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলnursedu@mefwd.gov.bd


নামমোহাম্মদ আবদুল কাদের (১৫১২৬)
পদবীউপসচিব (চিকিৎসা শিক্ষা-১)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলme1@mefwd.gov.bd


নামসারা দিবা (১৫২৩৮)
পদবীউপসচিব (নার্সিং শিক্ষা শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলnurs@mefwd.gov.bd


নামমাহবুবা বিলকিস (১৫৭০০)
পদবীউপসচিব (চিকিৎসা শিক্ষা-২ শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলme2@mefwd.gov.bd


জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগঃ


নামডা. আশরাফী আহমদ, এনডিসি (৭৭৩৬)
পদবীঅতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগ)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpfwwing@mefwd.gov.bd

নামরেজওয়ানুর রহমান (৬৪৩৮)
পদবীযুগ্মসচিব (শৃংখলা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলdisc@mefwd.gov.bd

নামমোঃ জালাল আহমেদ (২০২৪২)
পদবীযুগ্মসচিব (আইন অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলlaw@mefwd.gov.bd

নামকাজী আনোয়ার হোসেন (৬৩৯৮)
পদবীযুগ্মসচিব (জনসংখ্যা অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpopulation@mefwd.gov.bd

নামউম্মে কুলসুম (৭৮৮৭)
পদবীউপসচিব (শৃংখলা শাখা) অতিরিক্ত দায়িত্ব (নীতি ও কার্যক্রম)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলdisc1@mefwd.gov.bd

নামএস এম আহসানুল আজিজ (৭৭৫৩)
পদবীউপসচিব (জনসংখ্যা-১)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpopulation1@mefwd.gov.bd

নামএ. বি. এম. নুরুল আলম (১১৬১৫)
পদবীসহকারী সচিব (জনসংখা-২)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpopulation2@mefwd.gov.bd

আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগঃ

নামশাব্বীর হোসেন 
পদবীঅতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগ)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfmawing@mefwd.gov.bd

নামড. শাহেদ ইকবাল মোঃ মাহবুব-উর রহমান (৪৬০০)
পদবীযুগ্মসচিব (আর্থিক ব্যবস্থাপনা অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfmn@mefwd.gov.bd

নামনাদিরা হায়দার (১৫৪৬৮)
পদবীউপসচিব (পরিকল্পনা-২ শাখা), (অতিরিক্ত দায়িত্ব প্রকল্প বাস্তবায়ন-১ শাখা এবং প্রকল্প বাস্তবায়ন-২ শাখা )
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfw2@mefwd.gov.bd

নামপূরবী পাল (১১৫২৪)
পদবীসহকারী সচিব(আর্থিক ব্যবস্থাপনা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলfm@mefwd.gov.bd

নামহামিদা ইদ্রিস (৭৮৫৬)
পদবীযুগ্মসচিব (প্রকল্প বাস্তবায়ন অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলpi@mefwd.gov.bd

বাজেট অনুবিভাগঃ 

নামড. মো. হেলাল উদ্দিন (৪২২০)
পদবীঅতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলbudgetwing@mefwd.gov.bd

নামমোঃ শহীদুজ্জামান (৭৮৪৭)
পদবীযুগ্মসচিব (বাজেট অধিশাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলbudget1@mefwd.gov.bd

নামতানজিনা ইসলাম (১৫১৬৭)
পদবীউপসচিব (বাজেট-১ শাখা) (অতিরিক্ত দায়িত্ব অডিট শাখা)
অফিসস্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
ইমেইলbudget11@mefwd.gov.bd

নামরীতা ফারাহ নাজ
পদবীপ্রশিক্ষণ কর্মকর্তা (সংযুক্ত- বাজেট-১)
অফিসনিপোর্ট, (সংযুক্ত- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ)
ইমেইলbudget12@mefwd.gov.bd

শেষ কথাঃ | স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ

প্রিয় পাঠক আমরা এই পোষ্টের একদম শেষ দিকে চলে এসেছি। অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এর বিভিন্ন তথ্য জানতে চান তাদের সুবিধার্থে আজকের এই পোস্টে মন্ত্রণালয়ের সচিবের নাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।


পোষ্টটি আপনার উপকারী মনে হলে শেয়ার করুন আপনার পরিচিত বন্ধু-বান্ধবদের সাথে যেন তারাও  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এর তালিকা দেখে নিতে পারেন খুব সহজেই।

Post a Comment

Previous Post Next Post