বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

হৃদরোগের সমস্যা বড় জটিল সমস্যা। তাই যেনতেন ডাক্তার দিয়ে এই চিকিৎসা করানো মোটেও সমীচীন নয়। নিচে বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের এবং বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা তুলে ধরা হলো।

পেজ সূচিপত্র: বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ১: ড. আফজালুর রহমান। 
বাংলাদেশের অন্যতম শীর্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হলেন ডাক্তার আফজালুর রহমান। তিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে দেশ-বিদেশে ব্যাপকভাবে পরিচিত এবং কার্ডিওলজি ও কার্ডিওভাসকুলার গবেষণার জন্য তিনি বিভিন্ন ধরনের পুরস্কার লাভ করেছেন। সর্বোপরি ডাক্তার আফজালুর রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিজের প্রধান।

স্বনামধন্য এই হার্ট বিশেষজ্ঞ ১৯৮৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ১৯৯২ সালে তিনি একই ইউনিভার্সিটি থেকে মেডিসিন এর উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিজ এর পরিচালক নিযুক্ত হন। 

২০০৪ সালে তিনি কার্ডিওলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ গ্লাসগো (স্কটল্যান্ড) এবং রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অফ এডিনবার্গ (ইংল্যান্ড) থেকে তিনি এফআরসিপি ডিগ্রি অর্জন করেন। 

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ২: ডাঃ মোমেনুজ্জামান। 
ঢাকার ইউনাইটেড হাসপাতালের প্রধান  হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডাক্তার মোমিনুজ্জামান। তিনি বাংলাদেশের অন্যতম একজন হার্ট স্পেশালিস্ট। তিনি বাংলাদেশের প্রথম চিকিৎসক যিনি কিনা অস্ত্রোপচার ছাড়াই কৃত্রিমভাবে হার্টের ভাল্ব প্রতিস্থাপন করে অনন্য নজির সৃষ্টি করেছেন। আর তাই তিনি চিকিৎসক এমনকি জনসাধারণের কাছে ব্যাপক সমাদৃত হয়েছেন। 

২০১৭ সালে তার তত্ত্বাবধানে ৮৫ বছর বয়সে একজন বয়োবৃদ্ধ রোগীর অস্ত্রোপচার ছাড়াই হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হয়। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন হার্টের রোগীদের সার্জারি করেছেন এবং সফল হবে চিকিৎসা করতে সক্ষম হয়েছেন। 

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৩: ডাঃ জাহাঙ্গীর কবির। 
ঢাকার ইউনাইটেড হাসপাতালে সার্জারি এর অন্যতম হার্ট স্পেশালিস্ট হলেন ডাঃ জাহাঙ্গীর কবির। বাংলাদেশে যত গুলো নির্ভরযোগ্য কার্ডিয়লজিস্ট বা হার্ট সার্জারি রয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তিনি ১৯৮২ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এর পরে তিনি ভারতের স্বনামধন্য মেডিকেল  I.C.V.D - তে স্টাফস অর্জন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।  

প্রখ্যাত হার্ড স্পেশালিস্ট ডাক্তার জাহাঙ্গীর কবির ইউনাইটেড হাসপাতালে চিপ কার্ডিয়াক সার্জন। তার তত্ত্বাবধানে অসংখ্য হার্টের রোগীর অপারেশন করা হয়েছে। বাংলাদেশের হাতেগোনা কয়েকজন হার্ট স্পেশালিস্ট এর নাম তালিকাভুক্ত করা হলে প্রথম দিকেই থাকবে ডাক্তার জাহাঙ্গীর কবির এর নাম। 

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৪: অধ্যাপক ড. এ এম মুজিবুল হক।
অধ্যাপক ডাক্তার এম মুজিবুল হক একজন বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ এবং তিনি খুবই উঁচু মানের একজন শিক্ষক। তিনি বর্তমানে কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরা ঢাকা কার্ডিওলজি বিভাগে অধ্যাপনা করছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান এবং সেখান থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের একজন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত রোগী দেখেন। বর্তমানে তিনি রোগী দেখছেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে। 

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৫: ড. লুৎফর রহমান। 
বাংলাদেশের অন্যতম কয়েকজন হার্ড স্পেশালিস্ট এর মধ্যে অন্যতম হলেন ডক্টর লুৎফর রহমান। তিনি বর্তমানে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল হার্ট স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত রয়েছেন। তাকে বাংলাদেশের ডাক্তার দেবি শেঠি নামে অভিহিত করে থাকেন। 

বাংলাদেশের যতগুলো শীর্ষস্থানীয় কার্ডিয়াক সার্জন রয়েছেন তার মধ্যে তিনি অন্যতম। তিনি এখন পর্যন্ত সাফল্যের সহিত পাঁচ হাজারেরও অধিক বাইপাস সার্জারি করেছেন। বাংলাদেশের প্রথম ডাক্তার যিনি "বিটিং হার্ট সার্জারি" করেন অর্থাৎ সার্জারি হৃদপিন্ডের স্পন্দন সময় করা হয়।

  • বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৬: অধ্যাপক ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। 
বাংলাদেশের অন্যতম আরেকজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হলেন অধ্যাপক ডাক্তার মোঃ আমিনুর রহমান লস্কর। তিনি  শিক্ষকতা করেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে। 

এছাড়াও তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গেস্ট টিচার ছিলেন এবং তিনি আমেরিকান হার্ট এসোসিয়েশনের একজন সদস্য। তিনি বর্তমানে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল নিয়মিত রোগী দেখেন। 

বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ১: 
নুরুন নাহার ফাতেমা। বাংলাদেশের অন্যতম একজন শিশু হূদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার নুরুন্নাহার ফাতেমা তিনি চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘স্বাধীনতা পদক’ লাভ করেন। ডা. ফাতেমাকে বাংলাদেশের ‘মাদার অব পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট’ বলা হয়।

তিনি এ যাবত পর্যন্ত সফলভাবে প্রায় ৬ হাজার শিশুর হার্ট সার্জারি করেছেন এবং অসংখ্য শিশুর চিকিৎসা করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তিনি সফলতা লাভ করেছেন। বাংলাদেশের অন্যতম এই শিশু বিশেষজ্ঞ সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি এই সফলতা অর্জন করেন।

সেনাবাহিনীতে চাকরির সুবাদে বিদেশে প্রশিক্ষণরত অবস্থায় তিনি খুব সমস্যার মধ্যে পড়ে যান এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যান তিনি বহুদিন আইসিইউতে ভর্তি ছিলেন সেসময় তিনি প্রমাণ করেছেন যে তিনি যদি সুস্থ হতে পারেন তাহলে নিজেকে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করবেন। 

তিনি সৌদি আরবের কিং সুলতান হাসপাতালের বিভিন্ন দেশের চিকিৎসকের সাথে কাজ করার সুযোগ পান এবং সেখানে তিনি শিশু হৃদরোগ চিকিৎসায় ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন পরবর্তীতে দেশে ফিরে এসে ১৯৯৮ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম শিশুরোগ বিভাগ।

তিনি বাংলাদেশের আরেকজন প্রখ্যাত অধ্যাপক ডা. এমআর খানের সঙ্গে প্রতিষ্ঠা করেন ‘চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ’। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে পিতা-মাতার নামে ২০০৭ সালে ‘ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন যেই ফাউন্ডেশন এর উদ্দেশ্য হল বিনা টাকায় শিশুদের হৃদরোগের চিকিৎসা করানো। 

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ২: ডাঃ কাজী আবুল হাসান। 
শিক্ষা: এমবিবিএস, এমএস চেম্বার: আল-হেলাল বিশেষায়িত হাসপাতাল লিঃ ঠিকানা: ১৫০, রোকেয়া সরণি পোরবাটা মিরপুর – ১০, ঢাকধাকা১২১৬, বাংলাদেশ। যোগাযোগ: + 880-2-9008181, 9006820, 8058782, 8053481

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ৩: ডাঃ অসিত বরন অধিকারী। 
শিক্ষগত যোগ্যতাঃ এমবিবিএস, এমএস (সিভি ও টি) এফআইসিএস, পিএইচডি,ডিএসসি, ফেলো নিউইয়র্ক মেডিকেল কলেজ, এনওয়াই, ইউএসএ, ফেলো বাইলর কলেজ অব মেডিসিন, হাসটন, ইউএসএ। রোগী দেখার চেম্বারঃ আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল লিঃ ডাক্তারের  ঠিকানাঃ ১৫০, বেগম রোকেয়া সরণী, সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা- ১২১৬, যোগাযোগ: ৯০০৬৮২০,৯০০৮১৮১, মোবাইলঃ ০১৮১৬-৪০৯১৬৪, ০১৬১১-৫৩২৮১৯ 

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ৪: ডাঃ এসকেএ রাজ্জাক। 
শিক্ষা: এমবিবিএস, এফসিপিএস। চেম্বার: আনোয়ার খান মডার্ন হাসপাতাল লি। ঠিকানা: বাড়ি ১৭, রোড ৮, ধানমন্ডি, ঢাকা। যোগাযোগ: + 880-2-8613883, 8616074, 9670295

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ৫: ডাঃ মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী। 
শিক্ষগত যোগ্যতাঃ এমবিবিএস,এমসিপিএস (মেডিসিন), পিএইচডি (আমেরিকা), ডব্লিউএইচও ফেলো (থাইল্যান্ড), পোষ্ট ফেলোশিপ ট্রেনিং (হৃদরোগ), ট্রেনিং (কিডনি রোগ), স্পেশাল ইন্টারেস্ট ইন নিউরোলজি। রোগী দেখার চেম্বারঃ মেডিনোভা মেডিকেল সার্ভিস। ডাক্তারের  ঠিকানাঃ বাড়ী নং-৭১/এ, রোড নং-৫/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা ।। যোগাযোগ: ০২-৮৬২০৩৫৩-৬, ৮৬২৪৯০৭-১০ (এক্স-৪১২) 

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ৬: ডাঃ মোঃ ইলিয়াস পাটোয়ারী। 
কনসালট্যান্ট ও কার্ডিয়াক সার্জন। চেম্বার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। ঠিকানা: 26/4 Darus Salam road Dhaka1216 Dhaka, Dhaka Division, Bangladesh. যোগাযোগ 01739-120984

  • বাংলাদেশের সেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ৭:ডাঃ রেজোয়ানা রিমা। 
শিক্ষা: এমবিবিএস, এফসিপিএস (পেডিয়াট্রিক) চেম্বার: ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। ঠিকানা: প্লট # ১৫, রোড # ৭১, গুলশান -২, ঢাকা – ১২১২, বাংলাদেশ। যোগাযোগ: + 880-2-8836000, 8836444

Post a Comment

Previous Post Next Post