আজকের আর্টিকেলটি তে আমরা জানবো নিউরোলজিস্ট এর কাজ কি, নিউরোলজিস্ট অর্থ কি এই সম্পর্কে বিস্তারিত। নিউরোলজিস্ট এর কাজ কি এটা জানা আমাদের দরকার নিউরোলজিস্ট অর্থ কি এটাও জানতে চায় অনেকে।
চলুন জেনে নিই নিউরোলজিস্ট এর কাজ, নিউরোলজিস্ট অর্থ কি নিয়ে বিস্তারিত।
সূচিপত্র: নিউরোলজিস্ট এর কাজ কি| নিউরোলজিস্ট অর্থ কি
- নিউরোলজস্ট অর্থ কি?
- নিউরোলজিস্ট কোথায় কাজ করেন?
- নিউরোলজিস্ট এর কাজ কি?
- নিউরোলজি কি?
- বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার
নিউরোলজিস্ট অর্থ কি?
নার্ভ বা স্নায়ুসংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকেন তিনি এই একজন নিউরোলজিস্ট। স্নায়বিক সমস্যা বাংলাদেশে খুব প্রচলিত সমস্যাগুলোর মধ্যে না হলেও এতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা নেহায়েত কম নয়।
নিউরোলজিস্ট কোথায় কাজ করেন?
সরকারি পর্যায়ে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে টারশিয়ারি পর্যায়ের হাসপাতাল পর্যন্ত সব ধরনের হাসপাতালেই একজন নিউরোলজিস্ট কাজ করতে পারেন। সরকারি এবং বেসরকারি – দুই ধরনের হাসপাতাল বা প্রতিষ্ঠানেই নিউরোলজিস্ট নিযুক্ত থাকেন। একজন নিউরোলজিস্টের কর্মক্ষেত্র হতে পারে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোতে:
- কোন সরকারি ও জাতীয় হাসপাতাল।
- স্নায়বিক সমস্যার জন্য বিশেষায়িত বেসরকারি হাসপাতাল বা ইন্সটিটিউট ও প্রতিষ্ঠান। যেমন – নিউরোলজি ফাউন্ডেশন ও হাসপাতাল।
- যে কোন মেডিকেল কলেজ।
- জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতাল।
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
নিউরোলজিস্ট এর কাজ কি?
- স্নায়বিক সমস্যার সমাধান দেওয়া।
- ব্রেন স্ট্রোক, ডিমেনশিয়া ও অ্যামনেসিয়া রোগের চিকিৎসা করা।(নিউরোলজিস্ট এর কাজ কি)
- নার্ভ বা স্নায়ু সচল করতে ওষুধ পরামর্শ দেওয়া।
- মস্তিষ্কে রক্ত জমে যাওয়ার পরীক্ষা করা যেখানে রক্ত জমে যাওয়ার কারণে স্নায়বিক প্রবাহ সচল থাকতে পারে না। রক্ত জমে যাওয়ার ক্ষেত্রে অপারেশন বা সার্জারি করতে হয় একজন নিউরোসার্জনকে। এক্ষেত্রে সমস্যা নির্ণয় করা নিউরোলজিস্টের কাজ। নির্ণয় করার পরে নিউরোসার্জনের কাছে জমে যাওয়া রক্ত অপসারণ করতে হয় সার্জারির মাধ্যমে।(নিউরোলজিস্ট এর কাজ কি)
- শরীরের কোথাও ব্যথা থাকলে নার্ভ বা স্নায়ু অচল বা কোন কারণে বাধা পাচ্ছে কিনা তা পরীক্ষা করা।(নিউরোলজিস্ট এর কাজ কি)
- মোটর নিউরন ডিজিজ (MND – Motor Neuron Disease)-এর চিকিৎসা করা।
- অনেক ক্ষেত্রেই দেখা যায় কেউ হাত ঠিকভাবে নাড়াতে পারছেন না অথবা নিজ ইচ্ছার উপর নির্ভর করে হাত প্রসারিত বা চালিত হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তা নার্ভ বা স্নায়ুর সমস্যা। এই ধরনের সমস্যার সমাধান দিতে হয় ও চিকিৎসা করতে হয় একজন নিউরোলজিস্টকে।(নিউরোলজিস্ট এর অর্থ কি)
- স্নায়বিক সমস্যা নির্দিষ্ট করতে এমআরআই (MRI – Magnetic Resonance Imaging), স্পেক্ট (SPECT – Single Photo Emission Computed Tomography) ও পেট(PET – Positron Emission Tomography) পরীক্ষাগুলোর রিপোর্ট দেখা এবং রোগীকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া।(নিউরোলজিস্ট এর অর্থ কি)
- মেরুদন্ডের সমস্যার চিকিৎসা করা ও সমাধান দেওয়া।(নিউরোলজিস্ট এর কাজ কি)
নিউরোলজি কি?
নিউরোলজি হল একটি চিকিৎসা শাস্ত্র যা স্নায়ুতন্ত্রের সমস্যাগুলি অধ্যয়ন করে এবং চিকিত্সা করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র তৈরি করে। মস্তিষ্ক এবং মেরুদন্ডী কর্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে, যখন ইন্দ্রিয় অঙ্গগুলির স্নায়ু এবং সংবেদনশীল রিসেপ্টরগুলি পেরিফেরাল স্নায়ুতন্ত্র তৈরি করে যেমন: চোখ, কান, ত্বক ইত্যাদি।(নিউরোলজিস্ট এর কাজ কি)
বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার
*অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ
এমবিবিএস, এফসিপিএস, নিউরোলজি(এমডি)
অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ। তিনি ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এর অধ্যাপক এবং সেই সাথে পরিচালক।(নিউরোলজিস্ট এর অর্থ কি)
এছাড়া, তিনি পূর্বে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ও প্রিন্সিপাল ছিলেন। মাথা ব্যথা, দুশ্চিন্তা, মাইগ্রেনের সমস্যা সহ সকল প্রকার নিউরোলজিক্যাল সমস্যা সমাধানের বিশেষজ্ঞ হলো তিনি।তিনি বর্তমানে রোগী দেখেন: এপিআরসি & জেনারেল হাসপাতাল ১৩৫, নিউ ইস্কাটন রোড, ঢাকা, বাংলাদেশ। তিনি প্রতি (বৃহস্পতিবার, শুক্রবার, সরকারি ছুটির দিন ব্যাতিত) রোগী দেখেন, বিকাল ৪টা হতে রাত ৮টা।(নিউরোলজিস্ট এর অর্থ কি)
সিরিয়াল দেওয়ার নাম্বার: +88029339089, 029342744.
*অধ্যাপক ডা মানসুর হাবিব
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন)এমডি (নিউরোলজি), এমআরসিপি,এফআরসিপি
তিনি বর্তমান এ অধ্যাপক হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। মাথা ব্যাথা, হেভি হ্যাডেক, মাইগ্রেন এর সমস্যা সংক্রান্ত চিকিৎসায় যেতে পারেন এই বিশেষজ্ঞের কাছে।তিনি রোগী দেখেন: ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল, হাউস নম্বর ১, রোড -৪ ধানমন্ডি,ঢাকা। তিনি বিকেল বেলা রোগী দেখে থাকেন।(নিউরোলজিস্ট এর কাজ কি)
সিরিয়াল নিবেন যে নাম্বারে: +88028610793, 028618617, 029670210-3
*অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল হাই
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), পিএইচডি (ইন্ডিয়া), এফআরসিপি (এডিনবার্গ), ফেলো (ইন্টারভেনশনাল নিউরোলজি)(নিউরোলজিস্ট এর অর্থ কি)
তিনি স্যার সলিমুল্লাহ কলেজ ও মিটফোর্ড হসপিটালের অধ্যাপক। তিনিও বেশ বড় মাপের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।তিনি রোগী দেখেন: ইবনে সীনা ডায়গোনস্টিক এবং ইমেজিং সেন্টার, হাউজ -৪৮, রোড ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৯।(নিউরোলজিস্ট এর কাজ কি)
সিরিয়াল দেওয়ার নাম্বার: +88029126625-6, 029128835-7, 01717351631
আজকের মতো এতোটুকুই আশা করি আপনারা জানতে পেরেছেন নিউরোলজিস্ট সম্পর্কে, আবার আসব নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
Post a Comment